শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ১৫০ জন পথশিশুকে বিনামূল্যে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ করা হয়। শ্রীপুর-মাওনা বাজার সড়কের প্রশিকা মোড়ে ডা. পলাশ মেডিকেল সেন্টারে এনফোর্সড ফর সোসিয়াল রেসপনসিবিলিটি এর উদ্যোগে পথশিশুদের এ সেবা দেয়া হয়।
মাওনা চৌরাস্তা এলাকার ১৫০ জন পথশিশু ইফতারির প্যাকেট ও ঈদবস্ত্র হাতে নিয়ে বাড়ি ফিরছেন। তাদের হাসিমাখা মুখ দেখে যখন ভাবি আমরাই এর আয়োজক, তখন বুকটা আনন্দে ভরে উঠে। পথশিশুদের কল্যাণে কাজ করে যেতে চাই। আর বদলে দিতে চাই অকল্যাণের চিন্তা করা মানুষের বিবেক। এভাবেই ইচ্ছার কথা প্রকাশ করলেন ইএসআরের সভাপতি ডা. হুজ্জাতুল ইসলাম পলাশ। তিনি জানান, আমরা ৭-১১ বছর বয়সের পথশিশুদের নিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করবো। মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষা।
তাছাড়া নীতি, নৈতিকতা এবং স্কুলিং বিষয়ে তাদের শিক্ষা দেয়া হবে।
পলাশ মেডিকেল সেন্টারের পক্ষ থেকে যাতে পথশিশুরা বছরব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সুবিধা ভোগ করতে পারে সেজন্য ১৫০ জন পথশিশুর হাতে স্বাস্থ্যকার্ড ইস্যু করা হয়।
এস এম নিট ওয়্যার ও পলাশ মেডিকেল সেন্টারের সহযোগিতায় গত শনিবার ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইএসআরের সভাপতি ডা. হুজ্জাতুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও পরিচালক মোমেনা ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন এস এম নিট ওয়্যারের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) রাহাত খান, অধ্যাপক হাবিবুর রহমান, কর কর্মকর্তা দেবদুলাল শর্মা, এস এম নিট ওয়্যারের ঊর্ধ্বতন নির্বাহী (কমপ্লায়েন্স) আব্দুল্লাহ আল জাবের এবং অ্যাডভোকেট সোজ্জাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।