ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল লিওনেল মেসির হাতে ওঠার কোনো সঙ্গত কারণ দেখছেন না আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, এবার গোল্ডেন বল মেসির প্রাপ্য ছিল না।
ম্যারাডোনা বলেন, জার্মানির রজার মুলার, নেদারল্যান্ডসের আর্জেন রোবেন কিংবা গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজকে পেছনে ফেলে মেসির গোল্ডেন বল জেতার মধ্যে কোনো মাহাত্ম্য দেখছি না আমি। আমার মনে হয়- তাকে এটা দেওয়া হয়েছে স্রেফ বাণিজ্যিক কারণে।
ফিফা কর্মকর্তাদের অভিমত, ২৪ বছর পর এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তাই গোল্ডেন বল তার হাতেই তুলে দেওয়া হয়েছে। যদিও ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। হাতছাড়া করেছেন গোলের বেশ কিছু সুযোগ। যার সুবাদে ১-০ গোলের ব্যবধানে বিশ্বকাপ জিতে নিয়েছে জার্মানি।
এ প্রসঙ্গে ম্যারাডোনা এক টিভি অনুষ্ঠানে বলেন, দেশের জন্য আমার কষ্ট হচ্ছে। মারিও গোটশের গোলটা খুব দুঃখজনক। ফাইনালে হেরে যাওয়ায় অনেক কষ্ট বোধ করছি। আমার মনে হয় আর্জেন্টিনার পেনাল্টি পর্যন্ত যাওয়া উচিত ছিলো। জার্মানি গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুল বোঝাবুঝির কারণে।
বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার বলেছেন, এমন কথা শুনে আমাকে মেসি-বিদ্বেষী ভাবার কারণ নেই। সম্ভব হলে আমি ওকে স্বর্গ এনে দিতাম।