জার্মানির বিপক্ষে মাঠে মারা যাবে ব্রাজিল। এমন মন্তব্য করেছেন- বিশ্বনন্দিত ফুটবল তারকা ডিয়াগো ম্যারাডোনা। তিনি বলেছেন, অতীতের আর্জেন্টিনা ও জার্মানি ম্যাচ থেকে ব্রাজিলের একটু পাতা উল্টানো উচিত। সে সময় জার্মানির বিপক্ষে খেলায় আর্জেন্টিনার মূল ৪ খেলোয়াড় মাঠের বাইরে ছিলো। খবর টাইমস অব ইন্ডিয়া।
ম্যারাডোনা ১৯৯০ বিশ্বকাপে জার্মানি-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের স্মৃতিচারণ করে বলেন, ক্লদিও ক্যানেজিয়া ও রিকার্ডো গিয়ুস্তিকে বরখাস্ত করা হয়েছিলো। কার্ড ও ইনজুরিতে আমরা আমাদের দলের মূল ৪ খেলোয়াড়কে মাঠে পাইনি।
তিনি বলেন, এসব স্বত্ত্বেও মাঠে আমরা বাঘের মতোই লড়ছিলাম। কিন্তু খেলার ৬৫ মিনিটের মাথায় মেঙিকান রেফারি এডগার্ডো কোডিসাল আমাদের খেলোয়াড় পেড্রো মনজনকে মাঠ থেকে বিদায় করে দেন।
ম্যারাডোনা বলেন, শেষ পর্যন্ত গেস্তাভো দেজতিকে যখন মাঠ থেকে বের করে দেয়া হয় তখন আমরা ৯ জন মিলে খেলায় লড়ি। পরে জার্মানি পেনাল্টিতে জয় লাভ করে, যেটা হবার কথা ছিলো না।