যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী তিন চার দিনের মধ্যে দেশের সকল সড়ক পুরোপুরি সচল হবে । ঈদের আগে রাস্তার জন্য কোথাও মানুষের ভোগান্তি হবে না। এখন হয়ত কোথাও কোথাও কিছুটা বিঘ্ন ঘটছে। আগামী তিন দিনের মাঝে ওই সড়কের মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়ে এবং আরো দায়িত্বশীল হয়ে প্রকৌশলীদের কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে । দায়সারা গোছের কাজ করলে চলবে না ।
তিনি বুধবার দুপুরে গাজীপুর মহানগরের মিরের বাজারে ঢাকা- বাইপাস সড়কের মেরামত কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেছেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ময়মনসিংহ সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক উপস্থিত ছিলেন।