অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের দুই দল শ্রমিকের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ শ্রমিক আহত হয়েছে।
শুক্রবার দুপুরে কাশিমপুরের নয়াপাড়া এলাকায় অবস্থিত মণ্ডল গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদকে সামনে রেখে বেতন বোনাস নিয়ে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত দুই দল শ্রমিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ শ্রমিক আহত হযেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। তবে কারখানা সূত জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
স্থানীয় চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।