ভারত বিশ্বের সর্ববৃহৎ মূর্তি বানাবে। আর এজন্য মোদি সরকারের প্রথম বাজেটেই বিশ্বের সবচেয়ে বড় মূর্তি বানানোর জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এ বরাদ্দ দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে ১৮২ মিটার লম্বা ওই মূর্তিটি নির্মাণ করা হবে। সর্দার বল্লবভাই প্যাটেলের ওই মূর্তিটি নির্মাণে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়ই প্রচারণা শুরু করেছিলেন মোদি। এর জন্য কৃষকদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। এবার বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটেই সেটা পাস করিয়ে নিলেন।
প্রকল্পটির জন্য মোট আড়াই হাজার কোটি রুপির প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এর পুরোটাই সংগ্রহ করা হবে রাষ্ট্রীয় তহবিল ও জনগণের দান থেকে।
নর্মদা নদীর একটি দ্বীপে নির্মিতব্য এ মূর্তিটি উচ্চতায় যুক্তরাষ্ট্রের ‘স্ট্যাচু অব লিবার্টি’র প্রায় দ্বিগুণ। আর চীনে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ মূর্তি ‘স্প্রিং টেম্পল বুদ্ধ’র চেয়েও ২৯ মিটার লম্বা।
সর্দার প্যাটেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর ডেপুটি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আজীবন কংগ্রেস করা এই নেতার নির্মিতব্য মূর্তিটিকে দেশটির স্বাধীনতা যুগের অন্যতম প্রতীক হিসেবে মন্তব্য করেছে বিজেপি (ভারতীয় জনতা পার্টি)।