চোটের কারণে নিজের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চ্যাম্পিয়ন হওয়ার আশা এখনও ছাড়েননি ব্রাজিলের তারকা নেইমার। তার বিশ্বাস, শিরোপা জিততে সতীর্থরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক ভিডিওতে নেইমার বলেন, “আমার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। মাঝপথে এটা বাধা পেয়েছে কিন্তু (স্বপ্নটা) এখনও আছে।”
শনিবার ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল ‘গ্লোভো টিভি’তে ভিডিওটি প্রচারিত হয়।
নেইমার আরো বলেন, “আমি নিশ্চিত, আমার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সত্যি করতে সতীর্থরা সম্ভাব্য সবকিছু করবে।”
ওই ভিডিওতে নেইমার আরো জানান, বিশ্বকাপের ফাইনালে খেলা তার স্বপ্ন ছিল। এবার তা সম্ভব না হলেও ব্রাজিলের সবচেয়ে বড় তারকার বিশ্বাস, তারাই এবার চ্যাম্পিয়ন হবে আর পুরো ব্রাজিল উৎসবে মাতবে।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে প্রতিপক্ষের হুয়ান সুনিগার হাঁটু নেইমারের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় আর খানিক পরে হাসপাতালে।
নেইমারের মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরা পড়ে। পরে দলের পক্ষ থেকে তার ছিটকে পড়ার খবরটা দেয়া হয়।