ব্রাজিল তারকা নেইমার ভালোভাবে সেরে উঠছে বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনার চিকিৎসকেরা। মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরায় বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে বার্সেলোনার এই ফরোয়ার্ডের। তার খোঁজ-খবর নেয়ার জন্য স্পেন থেকে সাও পাওলোতে আসেন বার্সেলোনার চিকিৎসকরা। নেইমারকে তার বাড়িতেই পরীক্ষা করেন তারা।
বুধবার বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, নেইমারের সুস্থ হওয়ার প্রক্রিয়া ভালোমতোই চলছে। আগামী ৫ অগাস্ট ক্লাবে যোগ দেবেন নেইমার এবং তখন থেকে বার্সেলোনাতেই তার চিকিৎসা চলবে।
তাছাড়া ব্রাজিল ফুটবল কনফেডারেশন নেইমারের যেসব পরীক্ষা করেছে এবং তার যে চিকিৎসা চলছে, তা ঠিক আছে বলেও স্পেনের ক্লাবটি বিবৃতিতে জানায়।
গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষের ডিফেন্ডার কামিলো সুনিগার হাঁটু আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন নেইমার। তাকে হাসপাতালে নেয়া হলে জানা যায় মেরুদণ্ডের একটি কশেরুকায় চিড় ধরেছে তার।
নেইমারের চোটটা অস্ত্রোপচার করার মতো গুরুতর না হলেও পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানান ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।