আগামী শুক্রবার ফোরতালেজায় কলোম্বিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালের ম্যাচের জন্য ব্রাজিলিয় তারকা নেইমার পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক মুখপাত্র।
নেইমারের সুস্থতার বিষয়টি নিশ্চিত কওে সিবিএফ এর কমিউনিকেশন ডিরেক্টও রডরিগো পাইভা টেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলনের সময় গণমাধ্যমে বলেছেন, ‘আগামী ম্যাচের জন্য এটা কোন সমস্যা নয়। ডান হাঁটুতে ইনজুরিগ্রস্থ নেইমার যথাযথ চিকিৎসা নিয়েই খেলতে নামবেন। তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়েও সামান্য ইনজুরি রয়েছে। এটা অনুশীলনে সাময়িক বাঁধা সৃষ্টি করতে পারে, কিন্তু ম্যাচে খেলার ব্যপারে এটা কোন সমস্যা নয়।’
চিলির বিপক্ষে গত শনিবার বেলো হরিজন্টেতে শেষ ষোলর নাটকীয় ম্যাচে জয়ের পরে ব্রাজিলিয়ান কোচ লুইজ ফিলিপ স্কলারি কলোম্বিয়ার বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ঐ ম্যাচের শুরুতেই চিলির মিডফিল্ডার চার্লস আরানগুইজের চ্যালেঞ্জের মুখে নেইমার ডান থাইয়ে ব্যাথা পান। তবে স্কলারি বলেছেন আগামী তিন/চারদিন বিষয়টি পর্যবেক্ষনে রাখা হবে। একইসাথে নেইমারের খেলার ব্যপারে যথাসাধ্য চেষ্টা চালানোরও ইঙ্গিত তিনি দিয়েছেন।
যদিও চিলির বিপক্ষে ম্যাচটিতে শেষ পর্যন্ত খেলে নেইমার পেনাল্টি শুট আউটে গুরুত্বপূর্ণ গোলটিও করেছিলেন। ম্যাচটিতে টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হয়ে ব্রাজিল শেষ আট নিশ্চিত করে।
এদিকে পাইভা আরো বলেছেন সেন্টার ব্যাক ডেভিড লুইজের পিঠের ইনজুরিও অনেকটা উন্নতি করেছে। এছাড়া মিডফিল্ডার অস্কারের পায়েও সামান্য আঘাত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।