ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা ত্রিমোড় এলাকায় ৪ লেন রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করতে এসে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদে মানুষ বাড়ি ফিরতে আগে যানজটের সম্মুখীন হতো, এবছর আর কাউকে যানযট ও ভোগান্তির স্বীকার হতে হবে না। সে জন্য প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সড়ক নির্মাণকাজ পরিদর্শন করতে বৃহস্পতিবার বিকেল সারে তিনটার দিকে যোগাযোগ মন্ত্রী চন্দ্রা আসেন। তিনি চন্দ্রা ত্রিমোড় এলাকা ঘুরে ঘুরে কাজ পরিদর্শন কালে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত পাথর হাতে নিয়ে দেখেন। যথাযথ কাজ করার নির্দেশ প্রদান করেন।
অতিরিক্ত টাকা পাবার লোভে একটি চক্র কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যেসব ঘর নির্মাণ করেছে।
তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ওসব ঘর দেখেই বোঝা যায় কোন উদ্দেশ্যে এসব ঘর নির্মাণ করা হয়েছে। তাদের অবৈধ কোন উদ্দেশ্য সফল হবেনা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রায় এক ঘন্টা অবস্থান করার পর তিনি চন্দ্রা এলাকা ত্যাগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক সহ প্রশাসনিক লোকজন ও সাধারণ জনগণ।