গাজীপুরে পরিবারের সঙ্গে ঈদ করতে এসে ওসমানী মেডিক্যাল কলেজের এক ছাত্র নিখোঁজ রয়েছেন। তার নাম রাহিম হোসেন আবীর (২১)। তিনি ওই মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঈদের দিন দুপুরের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের বিএডিসি রোডের দক্ষিণ চতর এলাকায়। এ ব্যাপারে আবীরের বড় ভাই মাহবুব হোসেন টিপু জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জয়দেবপুর থানার এসআই হাফিজ জিডির সত্যতা নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা যায়, আবীরের বাবা-মা চাকরির সুবাধে গাজীপুর মহানগরের বিএডিসি রোডের ৫৩১ নং বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সুন্দরপুর গ্রামে। দীর্ঘদিন থেকে তারা গাজীপুরে বাড়ি করে বসবাস করছেন। পরিবারের সঙ্গে ঈদ করতে তিনি গাজীপুরে আসেন।
আবীরের মা হাসিনা আক্তার সাংবাদিকদের জানান, সিলেট থেকে তার ছেলে ঈদ করতে গাজীপুরের বাসায় আসেন। ঈদের দিন নামাজ শেষে আবীর বাসায় ফেরেন। ওই দিন দুপুর ১২টার দিকে তার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্থানীয় জনৈক সাদিদ মোবাইল ফোনে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আবীরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় জিডি করা হয়।