ঈদের জন্য নতুন জামা চাই। ঈদে নতুন জামা পরে যেখানে খুশি সেখানে উড়াল বিউটি। তাই মায়ের সঙ্গে বায়না ধরে কিনে নিয়েছিলেন একটি পাখি ড্রেস। এটি পরেই ঈদের দিন বিকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন বিউটি।বিকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢেলে পড়েন সে। মারা যাওয়ার পর শরীর থেকে কেটে বের করা হয় তার পছন্দের সেই পাখি ড্রেসটি।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে তারালিয়া চাঁদের বাড়িতে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে।
জানা গেছে, বিউটি মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।মঙ্গলবার বিকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় ডাক্তারের কাছে নেওয়ার পথে বিউটির মৃত্যু হয়।
বিউটির মা পারভীন বেগম বলেন, ‘হাজীগঞ্জ বাজার থেকে ১৮শ’ টাকা দিয়ে পাখি ড্রেসটি কিনে দিয়েছি। ঈদের দিন সকালে ওই ড্রেস পরে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল সে। পরে বাসায় এসে বুকে ব্যথা অনুভব করে বিউটি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কুতুব উদ্দিন জানান, মৃত্যুর খবর শুনলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।