গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ এক নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর পারভীন আক্তারের বাড়ি মহানগরীর দক্ষিণ পানিশাইল এলাকায়। এ ঘটনায় শুক্রবার রাতে কাউন্সিলরের স্বামী মিনহাজ উদ্দিন জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
স্বামী মিনহাজ উদ্দিন সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, কাউন্সিলর শুক্রবার সকাল ৮টায় তার গ্রামের পার্শ্ববর্তী জিরানী বাজার এলাকায় একটি সালিসের কথা বলে বাসা থেকে বের হন। সালিসের উদ্দেশে যাওয়ার সময় তিনি নির্দিষ্ট করে কোনো স্থানের কথা বলে যাননি। যথেষ্ট চার্জ না থাকায় এ সময় তিনি মুঠোফোন বাসায় রেখে যান। দুপুর ১২টার মধ্যে ফিরে না আসায় তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজখবর নেয়া শুরু করেন। কোথাও কোনো সন্ধান না পাওয়ায় রাতে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরো জানান, গত মাস তিনেক আগে কাউন্সিলর পারভীন আক্তারের বাবা মুক্তিযোদ্ধা চাঁন মিয়া হত্যা মামলার আসামি পানিশাইল এলাকার দুলাল হাজী এবং তার সহযোগীরা পারভীনকে অপহরণের হুমকি দিয়েছিল। তবে ওই হুমকির ঘটনায় কোনো জিডি করা হয়নি।
পারভীনের ভাই মো: রফিক মিয়া জানান, বিকেল থেকেই তাদের আত্মীয়স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় পারভীন আক্তারকে খোঁজা হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর পারভীন আক্তারকে উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।