প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। সোনার বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে সরকার।
মঙ্গলবার সকালে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। গণভবনের প্রাঙ্গণে শামিয়ানা টাঙিয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ। আমরা তা করতে পারবো ইনশাল্লাহ। এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আমি শুধু দেশবাসীর দোয়া এবং সহযোগিতা চাই।
তিনি বলেন, দেশবাসী সুন্দরভাবে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারছেন। নিরাপদে বাড়ি পৌঁছেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এ জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে বলেছেন, দেশবাসীর সেবা করার সুযোগ পেয়েছি, তারা সুযোগ দিয়েছেন ভোটের মাধ্যমে। সরকার গঠন করে জনগণের সেবা করে যাচ্ছি।
তিনি বলেন, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারলে বাংলাদেশে আর ক্ষুধা বা দারিদ্র্য থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস পেয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
তিনি বলেন, রমজান মাসে মানুষ ঢাকাসহ সারাদেশে যেভাবে কেনাকাটা করেছে, তাতে প্রতিয়মান হয়, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এবং মানুষ এখন অনেক শান্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ৬ মাসে দারিদ্যের হার আরো এক ভাগ কমাতে সক্ষম হয়েছি। ২০০৯ সালে যখন সরকার গঠন করি সেটা ছিল ৩১ ভাগ। সেটা এখন ২৫ ভাগে নেমে এসেছে।
সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।