রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট সব ভেদাভেদ ভুলে সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে অনাবিল সৌহার্দ্য, সমপ্রীতি ও ঐক্যের বন্ধন।
মঙ্গলবার বঙ্গভবনে ঈদ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এ সময় তার স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, 'সকল ভেদাভেদ ভুলে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সকলকে সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে ঐক্যবদ্ধ করুক, আজকের দিনে এই প্রত্যাশা করি।
তিনি বলেন, ঈদ অর্থ আনন্দ, খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আজ পবিত্র ঈদুল ফিতর সমাগত।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এস এইচ মাহমুদ আলী, ধর্মমন্ত্রী মতিউর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামারিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক প্রমুখ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ বিভিন্ন দেশের রাষ্টদূতরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।