
আজ
২৪ রমযান ১৪৩৫ হিজরী (২৩ জুলাই ২০১৪ খৃষ্টাব্দ) বুধবার বিকেল সাড়ে ৪টায়
মহানগরীর চান্দনা চৌরাস্তায় অভিজাত ক্যাফে চান্দনা চাইনিজ রেস্টোরেন্টে
অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ
জাতীয় প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং গাজীপুর অনলাইনের
প্রকাশক ও সম্পাদক এম. এ. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দৈনিক জনসংবাদ
পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ষ্টাফ করেসপনডেন্ট
এ কে এম রিপন আনসারী, সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক
নজরুল ইসলাম আজহার, ডিয়ারজুলীয়াস ডটকমের সিইও সাংবাদিক জুলীয়াস চৌধুরী,
দৈনিক দেশেরপত্র পত্রিকার গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ডিয়ারজুলীয়াস.কমের সিইও সাংবাদিক জুলীয়াস চৌধুরী, ৭১ প্রতিদিনের প্রতিনিধি শহীদ খান,
প্রভাতী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, শিল্পপতি মোতাহের
হোসেন খোকন, অভিনেতা ওয়াসিম চক্রবর্তী, যুবনেতা রাজু সাহা, আলমগীর, নাসির
উদ্দিন, টঙ্গী কলেজের ছাত্রনেতা আরিফুর রহমান পলাশ, রেজাউল আলম রনি, এমআরই
ফিরোজ, ব্যাবসায়ী অমর নন্দী বাবু, দলিল লিখক সাইফুল ইসলাম, শ্রীপুরের
সাংবাদিক তানজিদ আশরাফ, ব্যবসায়ী সফিকুল ইসলাম, গন্যমান্য নাগরিকবৃন্দসহ
বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহন করেন।