কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ঈদে যানজট ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে চন্দ্রা ত্রি-মোড়ে নির্মিত পুলিশ কন্ট্রোলরোম পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন আলোচনার মাঝে পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার র্যাব নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, ডিআইজি নূরুজ্জামান, হাইওয়ে ডিআইজি আফাজুজ্জামান, গাজীপুর জেলার ডিসি নূরুল ইসলাম, এসপি আব্দুল বাতেন, কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুকসহ পুলিশ প্রশাসন ও সাধারণ জনগন।
ঢাকা-টাঙ্গাইল মহ সড়কের চন্দ্রা ত্রি-মোড় এলাকা পরিদর্শনকালে আইজিপি বলেন, ঈদে উপলক্ষে ঘরমুখো মানুষদের যেন যানযটের ভোগান্তিতে পরতে না হয়। সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করেছে যোগাযোগ মন্ত্রনালয়। এছাড়াও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ একযোগে কাজ করবে। থাকবে র্যাবের ভূমিকাও। প্রতিবছরের মতো এবারও র্যাব রাস্তায় নেমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।
মলম পার্টি ও বাটপার নিরসনের ব্যপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এবছর রাস্তায় বাটপার ও মলম পার্টির ব্যপারে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি তবে এ ব্যপারে পুলিশ তৎপর থাকবে।
তিনি আরো বলেন, পুলিশের নিরলস প্রচেষ্টায় গত বছরের তুলনায় এবছর যানজট অনেকটা কম। ঈদে ঘরমুখো মানুষদের তেমন ভোগান্তির স্বীকার হতে হবে না।