গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএন ও ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ৩ চেয়ারম্যানকে সংবর্ধনা দিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ।
রবিবার বিকাল ৪টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ক্রিস্টাল ট্যুরস এন্ড ট্রাভেলসের সিই ও সাদিক আহসান, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, সহকারি কমিশনার ভূমি মো: যুবায়ের প্রমূখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউএন ও হিসেবে কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার আলাউদ্দিন আলী, শ্রেষ্ঠ চেয়ারম্যান কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান, রায়েদ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আ: হাই, টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।