সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
রোববার রাতে গালফ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, ফিলিস্তিন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার এসব দেশে ঈদ উদযাপিত হয়েছে।
এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুরের ৫০টি, মাদারীপুরে ৫০টি এবং শরীয়তপুরের চার উপজেলার ৩০টিরও বেশি গ্রামের মুসলমানরা সোমবার ঈদ উদযাপন করছেন।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের এক দিন পর বাংলাদেশে ঈদ হয়। সেই হিসেবে সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে ঈদ হচ্ছে আজ মঙ্গলবার।