বেলজিয়ামকে হারিয়ে দীর্ঘ ২৪ বছর পর সেমিফাইনালের টিকিট পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল খরায় ভুগতে থাকা হিগুয়েইনের গোলেই শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের বাধা পেরোলে আর্জেন্টাইনরা। এরই সঙ্গে বিদায় নিল এই আসরের ডাক হর্স বেলজিয়াম।
শনিবার ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত খেলায় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের ৮ মিনিটের মাথায় গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি মারিয়ার বাড়ানো বল কর্তোয়ার জালে জড়িয়ে দেন এই তারকা স্ট্রাইকার।
এরপরে একাধিক ভালো সুযোগ পেলেও বেলজিয়ামের জালে বল জড়াতে পারেননি মেসি, ডি মারিয়ারা। হিগুয়েইনের একটি শট গোল বারে লেগে ঘুরে না আসলে ব্যবধানটা আর বড় হতে পারত।