সকল ধরনের ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল সাথে সাথেই। সাকিবের বিরুদ্ধে গৃহীত এমন সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে মানববন্ধনের ডাক দিয়েছেন দেশের সর্বস্তরের ক্রিকেট ভক্তরা। বিকেল সোয়া ৩টায় মানববন্ধনের এ ডাক দেওয়া হয়।
সাধারণ মানুষের অংশ গ্রহণে সকল শ্রেণীর পেশাজীবী মানুষের সমন্বয়ে সাকিবকে অবিলম্বে ফিরিয়ে আনার জন্য মানববন্ধন কর্মসূচীতে ছাত্র-ছাত্রী ছাড়াও অন্যান্যরা যোগ দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে উজ্জ্বল মুখ সাকিব আল হাসানের গ্রামের বাড়ি মাগুরায়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। আজকের এ মানববন্ধনে মাগুরার বেশ কিছু সাকিব ভক্ত যোগ দিয়েছেন।
এছাড়া ঢাকাস্থ মাগুরা জেলা সমিতির সদস্যরা মানববন্ধনে যোগ দিয়েছেন। তাদের সকলের একটাই দাবি সাকিবের বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাকিবকে জাতীয় দলে খেলতে দেওয়া হোক।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই অলরাউন্ডারকে সংশোধন হওয়ার সুযোগ দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন, এমনটিই আশা করছেন মানববন্ধনে যোগ দেয়া হাজার হাজার সাকিব ভক্ত।
তারা মানব চেইন তৈরি করে এ দাবি জানান।