ক্রিকেট ৬ মাসের জন্য নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান বলেছেন, সবকিছুর চেয়ে আমার কাছে দেশ বড়। দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো মুহূর্তে লড়াই করতে আমি প্রস্তুত। আশা করি আপনারা আমাকে সাথে রাখবেন।
মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ভক্তদের উদ্দেশে পেইজে সাকিব বলেন, ‘প্রিয় ভক্তরা। রমজানের শুভেচ্ছা। আপনাদের কাছ থেকে আগে যে সমর্থন পেয়েছি এবং এখন যা পাচ্ছি তাতে আমি সত্যিই অভিভূত। সত্যি বলতে কি আমি হৃদয়ের অন্তস্থল থেকে এটা উপলব্ধি করি, আজকের এই আমি হতে পেরেছি শুধুমাত্র আপনাদের অশেষ ভালোবাসা ও সমর্থন এবং এই জাতীয় পতাকার রংয়ের জন্যই।
আমি যখন খেলি তখন প্রতি মুহূর্তে এই ভালোবাসা এবং আবেগ সাথে নিয়েই খেলি। সবকিছুর চেয়ে আমার কাছে দেশ বড় এবং দেশ ও দেশের মানুষের জন্য যেকোনো মুহূর্তে লড়াই করতে আমি প্রস্তুত। আশা করি আপনারা আমাকে সাথে রাখবেন এবং দোয়া করবেন, যা আমি সবসময়ই আপনাদের জন্য করি। লাভ ইউ অল- সাকিব’
উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে। এছাড়া আগামী দেড় বছর বিদেশি কোনো লীগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না তাকে।
এছাড়া বিজ্ঞাপন যেকোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে হলে বিসিবির অনুমতি নিতে হবে এবং ভবিষ্যতে শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি হলে আজীবন নিষেধাজ্ঞার সতর্কতাও দিয়ে রেখেছেন বিসিবি প্রধান।