গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্রথম পদক জিতেছে বাংলাদেশ। শুক্রবার দেশকে রৌপ্য পদক উপহার দিয়েছেন কৃতী শ্যুটার আবদুল্লাহ হেল বাকী।
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাকী। রৌপ্য পদক জেতার পথে বাকী অর্জন করেছেন ২০২.১ পয়েন্ট। তার চেয়ে মাত্র ৩.২ পয়েন্ট বেশি পেয়ে এই ইভেন্টের স্বর্ণ জিতে নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন শ্যুটার অভিনাব বিন্দ্রা। ১৮২.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইংল্যান্ডের ড্যানিয়েল রিভারস।
এবারের কমনওয়েলথ গেমসে এটাই বাংলাদেশ প্রথম পদক। বাকীর এই কৃতিত্বে আপতত আসরের পদক তালিকায় ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ। একটি করে রৌপ্য পদক নিয়ে একই স্থানে রয়েছে সাইপ্রাস ও ওয়েলস।
উল্লেখ্য, এবারের আসরে অংশ নিয়েছে কমনওয়েলথভুক্ত ৭১টি দেশ। ৫টি স্বর্ণ পদকসহ মোট ১৭টি পদক জিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
এবারের কমনওয়েলথ গেমসে এটাই বাংলাদেশ প্রথম পদক। বাকীর এই কৃতিত্বে আপতত আসরের পদক তালিকায় ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ। একটি করে রৌপ্য পদক নিয়ে একই স্থানে রয়েছে সাইপ্রাস ও ওয়েলস।
উল্লেখ্য, এবারের আসরে অংশ নিয়েছে কমনওয়েলথভুক্ত ৭১টি দেশ। ৫টি স্বর্ণ পদকসহ মোট ১৭টি পদক জিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।