অবশেষে খোলামেলা হয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন রূপালী পর্দার 'দেশি গার্ল' লুক সোনাক্ষী সিনহা। অনেক চেষ্টা চালিয়েও 'আর রাজকুমার' ছবিতে সোনাক্ষীকে বিকিনি পরাতে পারেননি পরিচালক। পোশাকের ক্ষেত্রে সোনাক্ষীর এ রাকঢাক ধাচ দেখেই অভ্যস্ত ভক্তরা। কিন্তু বাস্তব জীবনে 'দাবাং' তারকা সোনাক্ষী একেবারেই আলাদা। খোলামেলা পাশ্চাত্য ফ্যাশনেই দুর্বলতা তার।
ভারতের র্যাপার তারকা হানি সিংয়ের সঙ্গে সোনাক্ষী এবার হাজির হচ্ছেন বেশ খোলামেলাভাবেই। হানির নতুন অ্যালবামের গান নিয়ে নির্মিত 'সুপারস্টার' নামে একটি ভিডিওচিত্রে দাবাং তারকাকে দর্শকরা দেখবে একেবারেই ভিন্নরূপে।
তবে 'সুপারস্টার' নাকি কেবল মিউজিক ভিডিও নয়- এটি হবে ৮ থেকে ১০ মিনিট ব্যাপ্তির একটি শর্টফিল্ম। হানি সিং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, হানি সিংয়ের প্রথম শর্ট ফিল্ম হবে এটি। এতে যুক্ত হবে হানির নতুন অ্যালবামের গান। ক্যালিফোর্নিয়ার মরুভূমি ও সমুদ্র সৈকতে চিত্রায়ন করা হয়েছে ব্যয়বহুল ভিডিওটি। এতে থাকছে প্রচন্ড দ্রুতগতির কার চেজিং দৃশ্য।
ভিডিওতে সোনাক্ষী হাজির হবেন বাইকারদের জ্যাকেট, স্বল্পদৈর্ঘ্যের টপস ও ডেনিম শর্টস গায়ে জড়িয়ে। মূলত বিশ্বখ্যাত সঙ্গীততারকা জেনিফার লোপেজের আদলে তৈরি হয়েছে তার এই বিশেষ লুক। বাস্তব জীবনেও সোনাক্ষী এমনতর স্টাইলেই অভ্যস্ত।
নিজের টুইটারে বৃহস্পতিবার সেই ভিডিওর কয়েকটি ছবিও পোস্ট করেছেন সোনাক্ষী। লিখেছেন, 'একেই বলে হিপ হপ হিপ হপ! আমার হিপ হপ সজ্জা আসল ইয়ো ইয়োর সুপারস্টার ভিডিওর জন্য... আপনাদের কেমন লাগছে?'
একেকজনের লাগছে একেক রকম! তবে হানি সিংয়ের নতুন এই মিউজিক ভিডিও বা শর্টফিল্মটি যে বেশ আলোড়ন তুলবে তা নিশ্চিত! আপাতত চলছে শুটিং পরবর্তী কর্মকান্ড, শিগগিরই 'সুপারস্টার' মুক্ত হবে দর্শকদের জন্য।
তবে 'সুপারস্টার' নাকি কেবল মিউজিক ভিডিও নয়- এটি হবে ৮ থেকে ১০ মিনিট ব্যাপ্তির একটি শর্টফিল্ম। হানি সিং সংশ্লিষ্ট সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, হানি সিংয়ের প্রথম শর্ট ফিল্ম হবে এটি। এতে যুক্ত হবে হানির নতুন অ্যালবামের গান। ক্যালিফোর্নিয়ার মরুভূমি ও সমুদ্র সৈকতে চিত্রায়ন করা হয়েছে ব্যয়বহুল ভিডিওটি। এতে থাকছে প্রচন্ড দ্রুতগতির কার চেজিং দৃশ্য।
ভিডিওতে সোনাক্ষী হাজির হবেন বাইকারদের জ্যাকেট, স্বল্পদৈর্ঘ্যের টপস ও ডেনিম শর্টস গায়ে জড়িয়ে। মূলত বিশ্বখ্যাত সঙ্গীততারকা জেনিফার লোপেজের আদলে তৈরি হয়েছে তার এই বিশেষ লুক। বাস্তব জীবনেও সোনাক্ষী এমনতর স্টাইলেই অভ্যস্ত।
নিজের টুইটারে বৃহস্পতিবার সেই ভিডিওর কয়েকটি ছবিও পোস্ট করেছেন সোনাক্ষী। লিখেছেন, 'একেই বলে হিপ হপ হিপ হপ! আমার হিপ হপ সজ্জা আসল ইয়ো ইয়োর সুপারস্টার ভিডিওর জন্য... আপনাদের কেমন লাগছে?'
একেকজনের লাগছে একেক রকম! তবে হানি সিংয়ের নতুন এই মিউজিক ভিডিও বা শর্টফিল্মটি যে বেশ আলোড়ন তুলবে তা নিশ্চিত! আপাতত চলছে শুটিং পরবর্তী কর্মকান্ড, শিগগিরই 'সুপারস্টার' মুক্ত হবে দর্শকদের জন্য।