ইসলামী ব্যাংকের শ্রীপুরের মাওনা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২/৩টি জেনারেটর পুড়ে গেছে। তবে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
রোববার দুপুর দেড়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক মাওনা শাখায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের জানান, মাওনা চৌরাস্তায় দোতলায় ইসলামী ব্যাংকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ২/৩টি জেনারেটর পুড়ে গেছে। এছাড়া ব্যাংকের তেমন কোনো ক্ষতি হয়নি। প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।