শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার মুখে আমান টেক্সটাইল মিলস লিমিটেড একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকার ওই কারখানাটি ১ জুলাই মঙ্গলবার বেলা ১ টায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকেরা জানায়, গত দুই বছর আগে থেকে তারা অর্জিত ছুটি অথবা ছুটির বিপরীতে টাকা ও হাজিরা বোনাসের দাবী করে আসছে। সম্প্রতি চাকুরীর বয়স তিন মাস হলে ঈদ বোনাস প্রদানেরও দাবী করছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবীগুলো উত্থাপনের শুরু থেকেই তা পূরণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। শ্রমিকদের পাওনা অধিকার না দিয়ে কর্তৃপক্ষ তা আত্নসাতের চেষ্টা করছে। ওইসব দাবীগুলোর প্রেক্ষিতে ৩০ জুন সোমাবার বেলা ১২ টা থেকে কর্মবিরতি পালন করা হয়। মঙ্গলবার একই দাবীতে কর্মবিরতি অব্যাহত থাকে।
কারখানার সহকারী মহা ব্যবস্থাপক (প্রশাসন) শাহ কামাল জানান, চলতি বছরের জানুয়ারী থেকে শ্রমিকদের অর্জিত ছুটি, তিন মাস যাবত হাজিরা বোনাস প্রদান করা হচ্ছে। শ্রমিকেরা পূর্ববর্তী সময়ের অর্জিত ও হাজিরা বোনাসকে বকেয়া হিসেবে উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছে। শ্রমিকদেরকে তিন হাজার টাকা ঈদ বোনাস দেওয়া হয়। তাদের দাবী অনুযায়ী বেসিক অনুসারে ঈদ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের এসব দাবীর কারণে কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন।
COMMENTS