তানজিদ আশরাফঃ পৌরসভার টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্ বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত অন্য দুজন হলেন শ্রীপুর পৌরসভার হিসাবরক্ষক আবদুল মান্নান ও সাবেক পৌর সচিব মাশরেকুল ইসলাম।
মেয়রসহ তিনজনের অভিযোগ হলো, পৌরকর ও ট্যাক্সের আদায়কৃত ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা, মাস্টারবাড়ী বাজারের ইজারা মূল্যের ভ্যাট ও আয়কর বাবদ সাত লাখ ৩৫ হাজার ২০০ টাকা এবং পৌরসভার রশিদের মাধ্যমে আদায়কৃত ৯২ হাজার ৯৭৫ টাকা আত্মসাৎ।
দুদক সূত্র জানায়, দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
সূত্র আরো জানায়, দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম ওই তিনজনের বিরুদ্ধে শিগগিরই মামলা করবেন।