ভীষণ অদ্ভুত একটা সমাজ আমাদের। এই সমাজে মানুষের ভালো-মন্দ, সুন্দর-অসুন্দর বিচার করা হয় গায়ের রঙ দিয়ে। মানুষটি কালো না ফর্সা, সেটা দিয়ে বিচার করে হয় মানুষটার মূল্য। আরও সত্যি করে বলতে গেলে, মেয়েদের মূল্য। জন্মের আগেই সমাজ ফর্সা গায়ের রঙের মেয়ে কামনা করে, বিয়ের ক্ষেত্রে ফর্সা পাত্রীদেরই কদর ভীষণ, এমনকি চাকরি বাকরি সহ সমাজের অনেক ক্ষেত্রেই কেবল ফর্সা মেয়েদের কদর। কেন? কারণ এই সমাজে যে ফর্সা মানেই সুন্দর!!
সুন্দর মানে কি কেবলই ফর্সা? কখনোই নয়! সুন্দর ফর্সা হয়, শ্যামলা হয়, আবার কালোও হয়। একজন মানুষের গায়ের রঙ কখনোই তাঁর সৌন্দর্যের মাপকাঠি হতে পারে না! আপনিও কি তাই বিশ্বাস করেন? তাহলে আজ দেখে নিন স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর তৈরি একটি অনবদ্য বিজ্ঞাপন। আর যদি আপনি মনে করে থাকেন যে ফর্সা মানেই সুন্দর, তাহলে তো অবশ্যই দেখবেন। কেননা এই বিজ্ঞাপনটি আপনার সংকীর্ণ ধারনাটিকে নিশ্চয়ই বদলে দেবে!
আসুন দেখি মেরিল স্প্ল্যাশ বিউটি সোপের চমৎকার বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।