ডেস্ক : দীর্ঘ ৬৪ বছর পর ঘরের মাঠে বসেছে বিশ্বকাপের আসর। ব্রাজিলিয়ানদের চোখে ভাসছিল ১৯৫০ সালের মারাকানা-ট্র্যাজেডি। তাই ২০০২ সালের বিশ্বকাপজয়ী কোচ লুইস ফেলিপে স্কলারির ওপর আস্থা রেখেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে সেই আস্থার প্রতিদান দেওয়া তো দূরের কথা, ব্রাজিলকে তিনি ডুবিয়েছেন লজ্জার সাগরে। যে সাগরে ভাসছে শুধু ক্ষোভের ভেলা।
মান-অভিমান-ক্রোধ মিলে ব্রাজিল এখন আগুনে দেশ। শান্তিতে নেই দিলমা রৌসেফের সরকারও। দাঙ্গা-হাঙ্গামা যেন লেগেই আছে। জ্বলছে ব্রাজিলের পতাকাও। সবই ফুটবলের জন্য! তাই কোচের আসন ছেড়ে সরে দাঁড়াতে হবে স্কলারিকে।
এখন প্রশ্ন, তার স্থলাভিষিক্ত কে হবেন? অতটা নামীদামি কোচ নন তিনি। তা ছাড়া খেলোয়াড় হিসেবেও তেমন পরিচিত নন। পুরো নাম আদিনর লিওনার্দো বাকি। তার ডাকনাম টেটে।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সকে নিয়ে দারুণ কাজ করছেন তিনি। দেশটির ফুটবল সংস্থাও তাকে নিয়ে ভাবছেন। তাই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন টেটেই।