পলাশ প্রধানঃ গতকাল রবিবার ভোর সকাল সাড়ে ৫টায় টঙ্গীর মধ্য মিলগেইট এলাকা থেকে অস্ত্রসহ তিন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারককে আটক করেছে টঙ্গী থানার পুলিশ।
আটককৃতরা হলেন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার মনির হোসেন জুয়েল (৩৮), রাজধানী উত্তরা দক্ষিণখানের আশকোনা এলাকার ইকবাল হোসেন (৩৪) ও বিপ্লব (৩৩)। পুলিশ তাদের কাছ থেকে দুটি এলজি, দুই রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং ১০টি মোবাইল সেট উদ্ধার করেন।
এবিষয়ে টঙ্গী থানার এএসআই মো. মিজানুর রহমান মিজান জানান, ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর সময় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় তাদের থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে মোটরসাইকেলটি যেতে থাকলে ধাওয়া এবং গুলি করলে তারা টঙ্গীর মিলগেট এলাকায় মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এ সময় ডিবির ইন্সপেক্টর পরিচয়দানকারী ইকবাল পায়ে গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে তাদের আটক করা হয়।