পলাশ প্রধানঃ গতকাল শনিবার বিকেলে টঙ্গীর সাতাইশ দাড়াইল রোডের চৈতি কমপ্লেক্সের ৭তলা ভবনের ৪ তলার এসএস ও ফেইম সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ।
আগুনে বিপুল পরিমান তৈরি পোশাক, মেশিনপত্র ও কাচাঁমাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের আধাঘন্টা পূর্বে বিকেল ৪টায় গার্মেন্টস ছুটি হওয়ায় বেশ কিছু শ্রমিক কর্মস্থলে থাকায় আগুন আতংকে তড়িঘড়ি করে নিজে নামতে গিয়ে কমপক্ষে ২০/২৫জন আহত হয় বলে খবর পাওয়া গেছে। আহতদের টঙ্গী সরকারী হাসপাতালসহ আন্যান্য ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এসএস সোয়ের্টার কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গুলো ছড়িয়ে পাশের ফেইম সুয়েটার কারখানায় ছড়িয়ে পড়ে। এতে দুটি কারখানার তৈরি পোশাক, মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও ঢাকার কুর্মিটোলার প্রায় ৭টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের ভয়াবহতা পর্যায় ক্রমে বৃদ্ধি পেতে থাকে। টঙ্গী, গাজীপুর, কুর্মিটোলা থেকে আগত ৭টি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে তৈরি পোশাক কারখানা দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও পরিমান নিরুপণ করা যায়নি।
এবিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বণিক বার্তাকে জানান, আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২০/২৫জন শ্রমিক আহত হয়েছে। তবে, কেই মারা যায়নি।