টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান খোকন নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ সময় তার ছেলে হামিম আসফাকি আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকাল ১০টায় টঙ্গী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনারকলি সিনেমা হলের সামনে আজমেরি পরিবহনের দ্রুত গতির একটি বাস গাজীপুর অভিমুখি একটি মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় বাপ-ছেলে ছিটকে মহাসড়কে পড়ে যায়। এতে আসাদুজ্জামান খোকন (৪২) মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান পিতা এবং ছেলে হামিম আসফাকি (১৬) গুরুতর আহত হন।
টঙ্গী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত করাতে গাজীপুর সদর হাসপাতাল মর্গে ও আহতকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠায়।