টঙ্গীর গোপালপুর টিএন্ডটি গেট এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক গৃহবধুকে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শিউলী আক্তার (২০)। ঘটনার পর থেকেই নিহতের স্বামী বাদশা মিয়া পলাতক রয়েছে। উল্লেখিত এলাকার শাহাবুদ্দিনের বাড়ির দোতলার ৫নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ ও বাড়ির ভাড়াটিয়ারা জানায়, চলতি মাসের ৩ তারিখে শিউলী ও বাদশা মিয়া স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। বেকার স্বামীর সাথে প্রায়ই শিউলী আক্তারের কথা কাটাকাটি হতো। এরই জের ধরে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টার দিকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে যায়। পরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা ঘটনা টের পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশের উপ-পরিদশক মো. নজমুল হুদা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়দেবপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ শিউলীর ঘর তল্লাশী করে তাদের কোন স্থায়ী ঠিকানা উদ্ধার করতে পারেনি।