রেজাউল কবির রাজিবঃ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলমান ইসরাইলি বর্বর গণহত্যার প্রতিবাদে “মুসলিম ইউনিটির” সংগঠনের উদ্যোগে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র সংগঠন।
গতকাল বৃহস্পতিবার প্রায় তিন শতাধিক ছাত্র সংগঠনের বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি গণহত্যা, হত্যা, নির্যাতন বন্ধসহ সকল প্রকার ইসরাইলি পণ্য বাংলাদেশে বর্জন করা আহ্বান জানান। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলায় প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুসলিম ইউনিটি সংগঠনের আহ্বায়ক কাজী মোহাম্মদ আলী হায়দার, সেক্রেটারী আহমাদ ফয়সাল, রাফি আহমেদ, মেজবাহ উদ্দিন, আবু সাঈদ মিরাজ, আব্দুল কাইয়ুম, আমানুল্লাহ, আবরার, তানভীর, নাঈম, শেখ সাদি, আল মুহিত, শরিফুল ইসলাম, মাসুদ ইবনে মকবুল, আতিক হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।