জেলার টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক পোশাক শ্রমিক। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাঁঠালদিয়া এলাকায় তুরাগ নদীর তীরে ঘটনাটি ঘটে।
তিনি বলেন, ‘ওই তরুণী ধর্ষক তিন যুবককে চিনতে পেরেছেন। রাতে তরুণী নিজেই থানায় এসে অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে তিন জনের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই পোশাক শ্রমিককে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তদের মধ্যে একজনের নাম রুবেল (২৫)। বাকি দু’জন তার বন্ধু। তবে তাদের নাম পুলিশকে জানাতে পারেননি ওই তরুণী।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাতে কারখানা থেকে কাজ শেষে কাঁঠালদিয়ার ভাড়া বাসায় ফিরছিলেন ওই তরুণী। এ সময় রুবেলসহ তিন জন তার মুখ বেঁধে পাশের তুরাগ নদীর পাড়ে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।
এদিকে মামলার পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
তদন্ত কর্মকর্তা আমিনুল বলেন, রুবেলের বাড়িতে দুই দফা অভিযান চালানো হয়েছে। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। রুবেলের বাবা ইমান আলী জানিয়েছেন, রাত থেকেই তার ছেলে বাসায় ফেরেনি। রুবেল খুবই উচ্ছৃঙ্খল জীবন যাপন করে বলেও পুলিশকে জানিয়েছেন তার বাবা।