টঙ্গী সেনাকল্যাণ ভবণের সামনে শনিবার সকালে মাদক বিক্রির সময় ১২০পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রোকন মিয়া (২৮) স্থানীয় মাজার বস্তি এলাকার বাসিন্দা।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সেনাকল্যাণ ভবনের সামনে মাদক বিক্রির সময় রোকনকে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে হাতে-নাতে ধরা হয়।
পরে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রোকনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।