পলাশ প্রধান: অপরাধ দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষে গতকাল শনিবার টঙ্গী মডেল থানা কর্তৃক আয়োজিত থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম। এসআই (সেকেন্ড অফিসার) মো. হাসানুজাম্মানের পরিচালনায় বক্তব্য রাখেন- হকার্স লীগের সোলেমান, আব্দুল আলিম, জাকির হোসেন, মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ প্রমূখ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, টঙ্গীতে অনেক জায়গায় মাদক বেচাকেনা হচ্ছে, এ ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন আন্তরিক হলে টঙ্গী থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। তিনি আরো বলেন, টঙ্গীতে প্রতি মাসে একবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। মাদকসহ যে কোন ধরনের অপরাধ আন্তরিকতার সাথে দমন করা হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ওসি ইসমাইল হোসেন বলেন, ইতোমধ্যে এলাকার বহু মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রায় সকল মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।