বকেয়া বিলের দাবিতে রোববার গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) টঙ্গী আঞ্চলিক কার্যালয় ভাংচুর করেছেন ঠিকাদাররা। এ সময় তারা আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও হিসাবরক্ষককে অফিস কক্ষে আটকে রাখেন।
টঙ্গী ঠিকাদার সমিতির সভাপতি আবদুস সাত্তার মোল্লা জানান, জিসিসি মেয়র এমএ মান্নান ঈদের আগে ঠিকাদারদের বকেয়া পাওনার ৩৫ ভাগ পরিশোধের জন্য হিসাবরক্ষকদের নির্দেশ দেন। এরই মধ্যে অন্য অঞ্চলের ঠিকাদারদের ৩৫ ভাগ পাওনা পরিশোধ করা হলেও টঙ্গীর ঠিকাদারদের পাওনা পরিশোধ করা হয়নি। বরং জিসিসি অঞ্চল-২-এর (গাজীপুর) হিসাবরক্ষক টঙ্গী অঞ্চলের ঠিকাদারদের মোট ৩১টি চেক কেটে বাতিল করে দেন। এ ঘটনায় টঙ্গীর ঠিকাদাররা গাজীপুর আঞ্চলিক অফিসের হিসাবরক্ষক কিবরিয়াকে শনিবার টঙ্গী অফিসে ডেকে এনে আটকে রাখেন এবং লাঞ্ছিত করেন। পরে একজন ওয়ার্ড কাউন্সিলরের আশ্বাসে কিবরিয়াকে ছেড়ে দেয়া হয়।
কাউন্সিলরের আশ্বাস অনুযায়ী রোববারও চেক না পেয়ে ঠিকাদাররা টঙ্গী কার্যালয়ে ভাংচুর চালান। এ সময় তারা টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির আল-আসাদ, নির্বাহী প্রকৌশলী এবিএম ছিদ্দিকুর রহমান ও হিসাবরক্ষক নজরুল ইসলামকে নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আটকে রাখেন।