দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে কারখানায় রাতযাপন করেছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এএসপি মো. মোশারফ হোসেন জানান, মঙ্গলবার বিকাল থেকে কারখানায় অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেছেন ট্রেডমার্ক ফ্যাশনের শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি ও কারখানায় অবস্থান অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। শিল্পাঞ্চল পুলিশ কর্মকর্তা জানান, ওই কারখানার শ্রমিকরা ঈদের আগেই জুন ও জুলাই মাসের বেতনসহ ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন।
মঙ্গলবার বিকালে শ্রমিকদের বেতন ও বোনাস দেয়ার কথা ছিল। তবে কারখানার মালিক বেতন না দিয়ে সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রাখেন।
পাওনা বেতন ও ঈদ বোনাস মঙ্গলবার সন্ধ্যার পরও না পাওয়ায় রাতে শ্রমিকরা কারখানায় অবস্থান নেন এবং বুধবার কর্মবিরতি দিয়ে অবস্থান অব্যাহত রাখেন।
এএসপি মোশারফ বলেন, “এ ব্যাপারে কারখানা মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।”
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।