বাড়ি গিয়ে প্রিয়জনের সাথে কে না চায় ঈদে উদযাপন করতে? তবে বাড়ি যাওয়াটাইতো ঝামেলা। ট্রেনের যারা গ্রামের বাড়ি যান তারা দু:চিন্তায় থাকেন ট্রেনের অবস্থান নিয়ে।
আন্ত:নগর ও অন্যান্য ট্রেনের রিয়েলটাইম বা হালনাগাদ তথ্য মুহূর্তেই মোবাইলে জানা যাবে ম্যাসেজের মাধ্যমে। তবে আপাতত গ্রামীনফোন, রবি ও বাংলালিংকের সাথেই বাংলাদেশ রেলওয়ের চুক্তি হওয়াতে এ তিনটি অপারেটরের গ্রাহকরাই এ সুবিধা নিতে পারবে। ট্রেনের যাত্রার অভিমুখ, ট্রেন ছাড়ার সময়, ট্রেনের সঠিক অবস্থান, পরবর্তী স্টপেজ, বিলম্ব সময় ছাড়াও আরো অনেক তথ্য পাওয়া যাবে মোবাইলে।
সুবিধা পেতে যা করতে হবে তা হলো-
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ‘tr <space> Train number’ অথবা ‘tr <space> Train name’ এবং তা পাঠাতে হবে ১৬৩১৮ নম্বরে। যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ট্রেনের যাবতীয় তথ্যাদি ফিরতি ম্যাসেজেই পেয়ে যাবেন।