গাজীপুরের
ট্রাস্ট নিটওয়্যারকে ৭৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। ভাওয়াল
জাতীয় উদ্যোনের পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্টের অভিযোগে পরিবেশ অধিফতরের
পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আলমগীর বৃহস্পতিবার ওই জরিমানা
করেন।
পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০০৮ সালে শিল্প প্রতিষ্ঠান
স্থাপনের জন্য সরকার ঘোষিত নিষিদ্ধ মোহনা ভবানীপুর মৌজায় ট্রাস্ট
নিটওয়্যার ডায়িং কারখানাটি স্থাপিত হয়। কারখানাটির পরিবেশগত ছাড়পত্র এবং
ইটিপি নেই। দীর্ঘদিন ধরে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য ফেলে ভাওয়াল জাতীয়
উদ্যান এবং বনজ জীববৈচিত্র্যের সংবেদনশীল পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল।
সম্প্রতি পরিবেশ অধিদফতরের পরিদর্শন টিম অভিযান চালিয়ে এসব অনিয়ম দেখতে
পেয়ে কারখানা কর্তৃপক্ষকে তলব করেন। বৃহস্পতিবার মালিকের পক্ষে কমার্শিয়াল
অফিসার তানভির আহমেদ হাজির হলে শুনানি শেষে ওই জরিমানার আদেশ দেয়া হয়।