ছাত্রের সঙ্গে প্রেম করে জেল-হাজতের ঘানি টানছেন যুক্তরাষ্ট্রের এক শিক্ষিকা। তবে এ প্রেমে হৃদয়ের চেয়ে শরীরের প্রাধান্য ছিল বেশি।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে স্টামফোর্ড হাইস্কুলের ৩২ বছর বয়সী ওই শিক্ষিকার নাম ড্যানিয়েল ওয়াটকিনস। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল চলার সময় ১৮ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে নিজের গাড়িতে বহুবার মিলিত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
অভিযোগে আরও জানা গেছে, ওই ছাত্রের সঙ্গে শুধু মিলিত হয়েই তিনি শেষ করেননি। তার ফোনে নিয়মিত তিনি নিজের নগ্ন শরীরের ছবি তুলে পাঠাতেন। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি এ অপকর্ম করে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
এছাড়া শিক্ষকা ওই ছাত্রকে মারিজুয়ানা সেবন শিখিয়েছেন। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও নিজের গাড়ি চালাতে দিয়েছেন। পুলিশের কাছে এসব বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন ওই ছাত্র।
পুলিশ আরও জানিয়েছে, ওই শিক্ষিকা ও ছাত্রের মধ্যে প্রায় দুই হাজার টেক্সট মেসেজ দেয়া নেয়া হয়েছে এবং এ সময়ে তারা কয়েক শ বার ফোনে কথা বলেছেন।
আদালতের প্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে। আগামী ৩১ জুলাই তাকে আদালতে হাজির করা হবে।