সম্প্রতি বরফস্নানে মেতেছেন দুনিয়ার তাবৎ তারকারা। যার নাম আইস বাকেট চ্যালেঞ্জ। মানে এক বালতি বরফজল এক নিমেষে গায়ে ঢেলে দিতে হবে। যে কেউ আপনাকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। আর তা আপনাকে স্বীকার করতেই হবে নইলে কড় কড়ে ১০০ ডলার দান করতে হবে এ এল এস অ্যাসোসিয়েশনকে।
এই চ্যালেঞ্জের তালিকায় কে নেই- বিল গেটস, মার্ক জুকারবার্গ, ব্রিটনী স্পিয়ার্স,মেসি রোনালদো, নেইমার সকলেই এই চ্যালেঞ্জ স্বীকার করে নিয়েছেন। এবার সেই তালিকা থেকে বাদল গেলেন না বলিউড সুন্দরীরাও৷
সানি লিওন থেকে শুরু করে নেহা ধুপিয়া, সোনাক্ষী সিনহা সকলেই নাম লিখিয়েছেন এই দলে। সানি ইতিমধ্যেই তার নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন আইস বাকেট চ্যালেঞ্জের ভিডিও।তবে সবচেয়ে আলোচিত হয়েছে সোনাক্ষীর ভিডিওটি। এই ভিডিওতে দেখা গেছে সোনাক্ষী একটি ফাঁকা বালতি মাথায় ঢালছেন৷ অনেকেই বেশ সমালোচনাও করেছেন এই ভিডিও ক্লিপ নিয়ে।
এছাড়াও বলিউডের হিরোরাও একেবারেই পিছিয়ে নেই। সম্প্রতি, অক্ষয় কুমার, তুষার কাপুর, রিতেশ দেশমুখ প্রমুখ অভিনেতাকেও এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা গেছে।
এই চ্যালেঞ্জের তালিকায় কে নেই- বিল গেটস, মার্ক জুকারবার্গ, ব্রিটনী স্পিয়ার্স,মেসি রোনালদো, নেইমার সকলেই এই চ্যালেঞ্জ স্বীকার করে নিয়েছেন। এবার সেই তালিকা থেকে বাদল গেলেন না বলিউড সুন্দরীরাও৷
সানি লিওন থেকে শুরু করে নেহা ধুপিয়া, সোনাক্ষী সিনহা সকলেই নাম লিখিয়েছেন এই দলে। সানি ইতিমধ্যেই তার নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন আইস বাকেট চ্যালেঞ্জের ভিডিও।তবে সবচেয়ে আলোচিত হয়েছে সোনাক্ষীর ভিডিওটি। এই ভিডিওতে দেখা গেছে সোনাক্ষী একটি ফাঁকা বালতি মাথায় ঢালছেন৷ অনেকেই বেশ সমালোচনাও করেছেন এই ভিডিও ক্লিপ নিয়ে।
এছাড়াও বলিউডের হিরোরাও একেবারেই পিছিয়ে নেই। সম্প্রতি, অক্ষয় কুমার, তুষার কাপুর, রিতেশ দেশমুখ প্রমুখ অভিনেতাকেও এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা গেছে।