গাজীপুর অনলাইনঃ গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজী (আইইউটি’র) এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে অপহরণ করা হলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবার জানিয়েছে। অপহৃত ওই ছাত্রের নাম খাইরুল ইসলাম (২৪)। সে গাজীপুর মহানগরীর কাউলতিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
অপহৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জয়দেবপুর থানার এসআই হাফিজ উদ্দিন জানান, গাজীপুর মহানগরীর কাউলতিয়া এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সশস্ত্র একদল লোক দু’টি মাইক্রোবাস ও দু’টি জিপ গাড়ি নিয়ে খাইরুল ইসলামের বাড়িতে যায়। তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে তারা ঘরে ঢুকে খায়রুলকে পাকড়াও করে এবং তার ব্যবহৃত ল্যাপটপের খোঁজ করে। পরে খায়রুলের স্ত্রী ল্যাপটপ এনে দিলে ল্যাপটপ, পেনড্রাইভ ও মোবাইল সেটসহ খায়রুলকে মাইক্রোবাসে তুলে নেয়।
এ সময় বাড়ির লোকজন খাইরুলকে কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে গাজীপুর সদরে যোগাযোগ করতে বলেন। এ ঘটনার পর জয়দেবপুর থানা পুলিশ ও খাইরুল ইসলামের বাবা ও তার স্বজনরা জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ে খোঁজ খবর নেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায় নি। এ ঘটনায় রবিবার নিখোঁজ খাইরুলের পিতা আবুল কাশেম বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি জিডি করেন। নিখোঁজ খাইরুল ইসলাম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজী (আইইউটি’র) ইলেকট্রিক এন্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, খাইরুল ধার্মিক প্রকৃতির লোক। আন্ডার গ্রাউন্ড কোন কর্মকান্ডে তিনি জড়িত আছেন কি-না তা খুঁজে দেখা হচ্ছে। এছাড়াও ঢাকা থেকে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকৃতপক্ষেই খাইরুলকে আটক বা গ্রেফতার করে নিয়ে গেছে কি-না তা-ও অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে সময় লাগবে বলেও জানান তিনি।
খাইরুল ইসলামের বাবা জানান, খাইরুল কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তাদের সঙ্গে কারো বিরোধও নেই। কিন্তু কারা, কি কারণে তার ছেলেকে ধরে নিয়ে গেছে সে ব্যাপারে কিছুই তিনি জানাতে পারেননি।