গাজীপুর অনলাইনঃ গাজীপুরের সদর উপজেলার চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সিস্টেম কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
রোববার বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগে কারখানার গুদামে।
ইপিজেড, কালিয়াকৈরসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। এখন তা সম্পূর্ণ নেভাতে তৎপরতা অব্যাহত রেখেছেন কর্মীরা।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান জানান, সকালের দিকে চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের কালিয়াকৈর, ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে শুরু করেন। কালো ধোঁয়ায় গোডাউনের চারপাশ আচ্ছন্ন হয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।