বাংলাদেশসহ চারটি দেশের নারীদেরকে বিয়ে করার ক্ষেত্রে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সরকার। এ তালিকায় বাকি তিনটি দেশ হলো- পাকিস্তান, চাদ ও মিয়ানমার।
বুধবার মক্কা ডেইলি একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সৌদি গেজেটও বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত সৌদি আরবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
মক্কা পুলিশের পরিচালক আসাফ আল কুরায়েশি বলেছেন, অন্যান্য বিদেশিদের বিয়ে করার ক্ষেত্রে অনুমতি দেয়ার আগে এখন থেকে আরো কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে।
এ ধরনের বিয়ের ক্ষেত্রে কঠোর আইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এগুলোর মধ্যে বিয়ের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বিয়ের জন্য আবেদন জমা দিতে হবে।
আবেদনকারীকে অবশ্যই ২৫ বছরের বেশি বয়সী হতে হবে এবং স্থানীয় জেলা মেয়রের সইযুক্ত সনাক্তকরণ নথি জমা দিতে হবে। পাশাপাশি পারিবারিক পরিচয়পত্র ছাড়াও অন্যান্য পরিচয়পত্রও জমা দিতে হবে।
উল্লেথ্য, দীর্ঘদিন ধরেই সৌদি প্রবাসী নারীদের বিয়ে করা নিয়ে উপসাগরীয় দেশগুলোতে বিতর্ক চলে আসছে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সৌদি আরবে উল্লেখিত ৪টি দেশের প্রায় ৫ লাখ নারী অবস্থান করছেন।