গাজীপুর অনলাইনঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মাতা বিলকিস ময়েজ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ আসর তাকে বনানী কবরস্থানে শহীদ ময়েজ উদ্দিনের কবরে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এসময় আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, ময়েজউদ্দিনের ছেলে ড. ইকবাল ইউসুফসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বাদ আসর বিলকিস ময়েজউদ্দিনের নামাজে জানাজা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জাহিদ আহসান রাসেল এমপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ ঢাকা ও গাজীপুরের সর্বস্তরের মানুষ শরীক হন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলকিস ময়েজউদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপুরে তার সিদ্ধেশ্বরীর বাসভবনে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলকিস ময়েজউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাসভবনে গিয়ে মরহুমার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, বিলকিস ময়েজউদ্দিন গতরাত ১১টা ১০ মিনিটে নগরীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিলকিস ময়েজউদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক আইন প্রণেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, একপুত্র, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।