গাজীপুর অনলাইনঃ মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ মোহাম্মদ ময়েজউদ্দীনের স্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মা বিলকিস ময়েজউদ্দীন আর নেই (ইন্না লিল্লাহে....)।
শুক্রবার দিবাগত রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাজেদুল ইসলাম সেলিম জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বিলকিস ময়েজউদ্দীন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান প্রধানমন্ত্রী।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, বিলকিস ময়েজউদ্দীনের পাঁচ মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে প্রতিমন্ত্রী চুমকি ছাড়া অন্যরা যুক্তরাষ্ট্রে থাকেন।
শনিবার বাদ আসর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।
শনিবার বাদ আসর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে।