গাজীপুর অনলাইনঃ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ঈদের মতো মহাসড়ককে আগামী ঈদেও যানজট মুক্ত রাখার চেষ্টা চলছে। সে উপলক্ষ্যে যা যা করা দরকার তা সরকারের পক্ষ থেকে করা হবে। ঈদুল আজহার আগে মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে পশুর হাট গড়ে উঠে ফলে যানজটের সুষ্টি হয়। এবারের ঈদে যান মুক্ত রাখতে মহাসড়কের পাশে কোন পশু/গরুর হাট বসবে না। এব্যাপারে ব্যবস্থাগ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া যাচ্ছে।
যোগাযোগ মন্ত্রী রোববার সন্ধ্যায় ঈদুল আজহার প্রস্তুতি হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যানজট নিরসনে ৫০ মিটার রাস্তা ও একটি সরু কালভার্ট সম্প্রসারণ করা হবে বলে পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ৩ হাজার কোটি টাকা ব্যয়ে জয়দেবপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এ্যালেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়ক ফোর লেন করা হবে। যার কাজ অল্প সময়ের মধ্যেই শুরু হবে। এশিয় উন্নয়ন ব্যাংকের(এডিবি), ওপেক্ট এবং আবুদাবীর একটি কোম্পানী এ মহাসড়কে ফোর লেনের কাজ করবেন বলেও মন্ত্রী জানান।
সাংবাদিকদের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অশালীন মন্তব্য প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী সভার কোন সদস্য যদি অন্যায় করেন বা শৃঙ্খলা বিচ্যুতি হয় তবে সেটা দেখার দায়িত্ব একমাত্র প্রধানমন্ত্রীর। আগামীকাল(সোমবার) মন্ত্রীসভার মিটিং এ প্রধানমন্ত্রী এসব বিষয়ে প্রশ্ন করতে পারেন।
পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এ্যাভোকেট আকম মোজাম্মেল হক এমপি, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. সাহাবুদ্দিন, সড়ক ও জনপথ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক, কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করীম রাসেল, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ ওমর ফারুকসহ সড়ক ও জনপথে উধ্বর্তন কর্মকর্তারা মন্ত্রী সঙ্গে ছিলেন।