গাজীপুর সিটি করপোরেশনের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র অধ্যাপক এমএ মান্নান।
আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটে গাজীপুর নগর ভবনের তৃতীয় তলার হলরুমে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টায় বাজেট অধিবেশনের কথা ছিল। সাড়ে ১১টায় মেয়র নগর ভবনে উপস্থিত হন। এরপর মেয়র মঞ্চে বসলে আসন না পাওয়ার অভিযোগে কাউন্সিলরদের একটি অংশ সভাস্থল ত্যাগ করলে মেয়রের অনুরোধে পুনরায় তারা বাজেট অধিবেশনে যোগ দেন।
দুপুর ১টায় মেয়র বাজেট বক্তব্য শুরু করলে ১টা ২০ মিনিটে বক্তব্য চলাকালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সদুপুর ১টা ৪৫ মিনিটে জ্ঞান ফিরলে তিনি বাজেট বক্তৃতা শেষ করেন।
সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর